সৈয়দ আশরাফের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার

প্রকাশিতঃ 9:13 am | November 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগ মুক্তি কামনায় শুক্রবার ( ৯ নভেম্বর) দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাদ আসর বঙ্গবন্ধু কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে বলে বুধবার ( ৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ সকলকে শুক্রবার বাদ আছর সৈয়দ আশরাফুল ইসলামের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সৈয়দ আশরাফ বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন।

কালের আলো/ওএইচ