তফসিল চূড়ান্ত করতে ইসিতে চলছে বৈঠক

প্রকাশিতঃ 1:23 pm | November 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনে চলছে বৈঠক। বৃহস্পতিবার সকাল ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষের ‘মিটিং রুমে’ ইসির ৩৯তম এ মুলতবি সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন- চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানিয়েছেন, সভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন ঠিক করে বিস্তারিত তফসিল চূড়ান্ত করা হবে। এরপর জাতির উদ্দেশে সিইসি কে এম নূরুল হুদার ভাষণের রেকর্ডিং হবে। ওই ভাষণ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হবে। ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
কালের আলো/এনএম