শুনানি শেষে কারাগারে খালেদা জিয়া

প্রকাশিতঃ 2:09 pm | November 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নাইকো দুর্নীতি মামলার শুনানি শেষে কারাগারে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে বিশেষ জজ আদালত ৯ এ নাইকো দুর্নীতি মামলার শুনানি হয়।

মামলার শুনানি শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রশাসনিক ভবনে স্থাপিত অস্থায়ী কারাগারে নেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ নভেম্বর) ১১ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আদালতে আনা হয়। বিএসএমএমইউতে ৬ অক্টোবর থেকে ৩৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে পুনরায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির দাবি জানানো হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যে ভবনে নাইকো মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে একই ভবনে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অপর একটি আদালত ৭ বছরের সাজা দেয় খালেদা জিয়াকে।

কালের আলো/ওএইচ