রহমতগঞ্জকে হারিয়ে দারুণ জয় পেল চট্টগ্রাম আবাহনী

প্রকাশিতঃ 8:50 pm | February 05, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে রহমতগঞ্জকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেয় মারুফুল হকের দল।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে গোল করে চমকে দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। চতুর্থ মিনিটে রহমতগঞ্জের গোলটি করেছিলেন ঘানার ফিলিপ। মনে হয়েছিল ফেডারেশন কাপের মতো লিগেও বড় দলগুলোর জন্য ভয়ের কারণ হবে তারা।

তবে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী শুরুতে পিছিয়ে গেলেও শেষের হাসিটা দিয়েছে। পিছিয়ে পড়া ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে চট্টলার দলটি।

১-০ গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে সমতাসূচক গোল করেছেন নাইজেরিয়ান পিটার থ্যাঙ্কগড। ৭২ মিনিটে রুবেল মিয়ার গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর।

কালের আলো/এসবি/এমএম