নতুন সিইসি; আওয়ামী লীগ সভাপতির হাতে অভিন্ন তিন নাম!

প্রকাশিতঃ 6:43 am | February 09, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

আর মাত্র একদিন পরেই রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নাম জমা দেবে আওয়ামী লীগ। নাম পাঠানোর অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি হয়েছে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমন্ডলীর সভায়।

দলীয় প্রধানের নির্দেশ মোতাবেক দলটির সভাপতি মন্ডলীর সদস্যরা পৃথক পৃথক খামে পাঁচজনের নাম প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন।

প্রায় সবাই তিনজনের নাম লিখেছেন। সবদিক থেকেই তারা যোগ্যতাসম্পন্নও। গোপনে নেতারা এসব নাম দিয়েছেন। যদিও বৈঠকে এই নামগুলো নিয়ে কোন আলোচনা হয়নি। তবে বিভিন্ন সূত্রে এসব নামের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, প্রায় সব সভাপতি মন্ডলীর সদস্যরা সিইসি হিসেবে তিনটি নামকে গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে দু’জন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং একজন নির্বাচন কমিশন সচিব ছিলেন। সব পরিমন্ডলেই তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। নিজেদের চাকরি জীবনেও ছিলেন সৎ। যোগ্যতার মাপকাঠিতেও সাবেক এই তিন আমলা ‘বেস্ট অব দি বেস্ট’।

কালের আলো বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে, প্রধানমন্ত্রীর হাতে পৌঁছা অভিন্ন তিন নাম হলো- শফিউল আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও ড. মোহাম্মদ সাদিক।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। তার স্থলাভিষিক্ত হয়েছেন শফিউল আলম। দক্ষতার সঙ্গেই তারা সামলেছেন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের পছন্দ করেন। সবদিক থেকেই তারা পরিচ্ছন্ন ভাবমূর্তিরও।

ড. মোহাম্মদ সাদিক প্রায় এক বছর আগে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন নির্বাচন কমিশন সচিবও। দু’দায়িত্বেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। নতুন কোন দায়িত্ব পেলেও তিনি নিজের নামের প্রতি সুবিচার করবেন বলেই মনে করছেন তার পরিচিতজনেরা।

একই সূত্র মতে, এই তিন জনের নামের পাশাপাশি আরও অনেক নাম জমা পড়েছে। শোনা গেছে, তালিকায় আছেন সাবেক আইন সচিব কাজী হাবিবুল আওয়াল। রয়েছেন দুই সাবেক প্রধান বিচারপতির নাম।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর একজন সদস্য জানান, ‘বৃহস্পতিবার সার্চ কমিটির কাছে সিইসি ও ইসি হিসেবে আওয়ামী লীগ নাম প্রস্তাব করে। দলীয় সভাপতির নির্দেশে প্রত্যেকে পাঁচজন করে নাম গোপনে জমা দিয়েছেন।’

এর আগে গত রবিবার (০৬ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রথম সভা শেষে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীদের কাছে নাম আহ্বান করা হয়। সার্চ কমিটি ১০টি নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতিকে দেবে। সেখান থেকে রাষ্ট্রপতি একজন সিইসি ও চার কমিশনার নিয়োগ দেবেন।

কালের আলো/ইএ/এমকে