দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর আনসার, প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিতঃ 10:01 am | February 09, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

‘দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবৌজ্জ্বল অবদান রয়েছে। ঠিক তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা তৎপর রয়েছে’ প্রায় দেড় মাস আগে কক্সবাজারে বাহিনীটির ২৬ জন নারী-পুরুষ সাইক্লিস্টদের নিয়ে ১ হাজার ৫০ কিলোমিটার সাইক্লিং শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই ৬১ লক্ষ সদস্যের বিশাল এই বাহিনীটির কর্মতৎপরতার উচ্ছ্বসিত প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

সেদিন তিনি এই সাইক্লিং শোভাযাত্রাকে বিজয়ের মাসে আরেকটি বিজয় হিসেবে উল্লেখ করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সেদিন আরও বলেন, ‘এই বাহিনীকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ গুরত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও ঢেলে সাজানো হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে প্রতি মুহূর্ত ও যথাসময়ে কাজ করছে আনসার বাহিনী। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর অবদান অপরিসীম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার বাহিনীর একটি নাট্য দল রয়েছে। বাঙালির হাজার বছরের সংস্কৃতি  ও ঐতিহ্যের ভান্ডারের কথা তারা স্মরণ করিয়ে দেয়। সব ভালো কাজে আনসার বাহিনী রয়েছে তাই এই বাহিনীকে আরও যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, আনসার বাহিনীর সকল প্রয়োজন সরকার ধাপে ধাপে পূরণ করছে। বিশ্বের কোথাও এতো বড় সংখ্যার কোন বাহিনী আছে বলে আমার জানা নেই। আনসার বাহিনীকে নিয়ে আমরা গর্ব করি। এই বাহিনী আরও সফল ও মজবুত হয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখবে।

এর আগে ২০২১ সালের ১৬ জুন গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবেন।

সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত ক্ষেত্রে আত্মনিবেদিত থেকে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলেও মনে করেন তিনি। মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে আপনারা দেশ এবং জাতির সার্বিক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।

২০২০ সালের বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ ও নবগঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য আনসার বাহিনীর প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন,‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় সুশৃঙ্খল বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে। সরকারি-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা এবং শিল্প-কারখানার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই বাহিনীতে সাধারণ আনসার গঠন করা হয়।’

সেদিন বাংলাদেশের ইতিহাসে সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছিলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে একটি গার্ড ব্যাটালিয়ন ও দু’টি মহিলা আনসার ব্যাটালিয়নসহ মোট ৪২টি ব্যাটালিয়ন রয়েছে। পার্বত্যাঞ্চলের পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ সারাদেশের সমতল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এবং মাদক নিয়ন্ত্রণে ব্যাটালিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণ ও সহযোগীতায় আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়নসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসছে। দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ ৪ হাজার ২১৪টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫০ হাজার জন অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, ঈদ, পূজা-পার্বণ, বিশ্ব ইজতেমা, বর্ষবরণ, শপিং মল, বাণিজ্য মেলা, বই মেলা, রেলস্টেশন, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্যরা কাজ করে যাচ্ছে’ অমিত দৃঢ়তায় উচ্চারণ ছিল মন্ত্রীর কন্ঠে।

কালের আলো/এমএএএমকে