৩০ ডিসেম্বর ভোট : সিইসি
প্রকাশিতঃ 1:00 pm | November 12, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ২৩ তারিখ হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সোমবার (১২ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সিইসি।
ভোটের তারিখ পিছানোর সাথে বাড়ানো হয়েছে মনোনয়ন পত্র দাখিলের সময়ও। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়ন পত্র।
এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কালের আলো/এনএল