রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ২ ফুটবলার নিহত
প্রকাশিতঃ 5:03 pm | March 02, 2022
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ইউক্রেনে রুশ আগ্রাসন থামছেই না। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে এরই মধ্যে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার প্রাণ গেল দেশটির দুই ফুটবলারের। স্থানীয় সময় মঙ্গলবার (০১ মার্চ) রাত ৯টায় পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস জানায়, ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে যুদ্ধে মারা গেছেন।
আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।
ফিফপ্রোর টুইটে বলা হয়, ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই আছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদেরা যুদ্ধে যোগ দিয়েছেন।
কালের আলো/এমএএইচ/জেআর