বেনজেমার জাদুতে হারলো পিএসজি
প্রকাশিতঃ 11:51 am | March 10, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলোৎসবে মেতে পিএসজিকে কঠিন বার্তা দিয়েছিল রিয়াল রিয়াল মাদ্রিদ। বুধবার (০৯ মার্চ) অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। বেনজেমা, মদ্রিচদের কীভাবে সামলে নেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে ম্লান হয়ে থাকা মেসি-নেইমাররা।
সেই অপেক্ষার অবসান ঘটল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি ফুটল রিয়ালের মুখে। দলের সেরা স্ট্রাইকার করিম বেনজেমার ১৮ মিনিটের জাদুতে হেরে গেল মেসি-নেইমারের পিএসজি।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে অনন্য এক হ্যাটট্রিক উপহার দিলেন বেনজেমা। তাতে ম্যাচটি ৩-১ গোলে জিতে নিয়ে পিএসজিকে বিদায় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধে অবশ্য এগিয়েছিল পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটের সময় নেইমারের বাড়ানো থ্রু বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তরুণ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরেও দারুণ নৈপুণ্য দেখান এমবাপ্পে। ৫৪ মিনিটের সময় আবারও জালের ঠিকানা খুঁজে নেন তিনি। কিন্তু অফসাইডের নিয়মে গোল বাতিল হয় তার। বিরতির আগেও অফসাইডে গোল বাতিল হয়েছিল এমবাপ্পের। এমবাপ্পের কারিশমা শেষে এর পরই আসে বেনজেমার সেই জাদুকরী ১৮ মিনিট।
পিএসজির দুর্বল রক্ষণভাগকে কাজে লাগিয়ে ম্যাচের ৬০ থেকে ৭৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে দলকে জেতালেন এ ফরাসি তারকা। ম্যাচের ৬০ মিনিটে মার্কো ভেরাত্তির দূর থেকে দেওয়া ব্যাক পাসে ভড়কে যান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা।
ফাঁকায় বলটি পেয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বেনজেমাকে পাস দেন ব্রাজিলিয়ান তরুণ। ডি-বক্সের মাঝামাঝি জায়গা থেকে সহজেই সেটি গোলে পরিণত করেন বেনজেমা। ৭৬ মিনিটে লুকা মদ্রিচের পাসে ঘুরে দাঁড়িয়েই অসাধারণ শটে জোড়া গোল পূরণ করেন বেনজেমা।
স্কোরলাইন ২-১ হয় তখন। এর দুই মিনিট পরেই পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের ভুলে বল পায়ে পান বেনজেমা। সহজ সুযোগ হাতছাড়া করেননি। নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।
শেষ দিকে একটি ফ্রি কি পায় পিএসজি। তবে মেসি লক্ষ্যভেদ করতে পারেননি। অল্পের জন্য তা ক্রসবারের ওপর দিয়ে গেলে ৩-১ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।
কালের আলো/এমএইচ/জেআর