নেইমারের উপর বিরক্ত, বেচেই দিচ্ছে পিএসজি

প্রকাশিতঃ 6:24 pm | March 11, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফির রেসে বাদ পড়ায় ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিএসজি। আসছে দলবদলে তাকে বিক্রির পরিকল্পনা করছে ক্লাবটি।

খ্যাতিমান ফরাসি ক্রীড়া সাংবাদিক রোমেন মোলিনার বরাতে জানা গেছে এ খবর।

চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে পিএসজিতে তারার হাট বসিয়েছিলেন ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। বুধবার রাতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে বাদ পড়ার ম্যাচে বিবর্ণ ছিল নেইমারের পারফরমেন্স। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুমার উপর হারিয়েছেন মেজাজ, যা ভালো চোখে দেখেনি পিএসজি।

ক্লাবের সাথে ব্যক্তিগত সম্পর্ক ও ধারাবাহিক চোট সমস্যায় বেশির ভাগ সময় জুড়ে দলের বাইরে থাকার সমস্যা রয়েছে নেইমারের। মাঠের বাইরের নানা ইস্যুতে নিয়মিতই আলোচনার টেবিল গরম করে নেইমার। এছাড়াও রেকর্ড পারিশ্রমিকে দলে টানা নেইমার ক্লাবকে এনে দিতে পারেনি সাফল্য। যা সহজভাবে নিচ্ছেন না কাতার আমির।

খেলাইফি ইতিমধ্যেই নেইমার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আসছে দলবদলে ৩০ বর্ষী ব্রাজিলিয়ানকে রাখার পক্ষে নন তিনি।

এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে নেইমারকে পিএসজিতে যুক্ত করেছিল ফরাসি ক্লাবটি। চলমান পরিস্থিতিতে এমন চড়া মূল্যে নেইমারকে দলে টানবে না কোনো ক্লাব, জানা আছে কাতার ধনকুবেরের। তাই অন্তত ১০০ মিলিয়ন ইউরো পেলেও তাকে ছেড়ে দেবে পিএসজি।

বিশ্লেষকদের মতে নেইমার অনেকটা সাবেক ফুটবল তারকা রোনালদিনহোর মতো। বার্সেলোনায় থাকাকালীন দুজনেই আলো ছড়িয়েছেন। বার্সা ছাড়ার পরপরই ভক্তদের হতাশ করেছেন। এখন দেখার বিষয় নেইমারকে ফের সেই সুযোগ দেন কিনা খেলাইফি।

কালের আলো/এমএএইচ/জেআর