কর্মকর্তা ও নির্বাচন অফিস সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে ইসি
প্রকাশিতঃ 9:31 am | November 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও নির্বাচন অফিস সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার এক কর্মকর্তা বলেন, “ভোটের দায়িত্বে থাকা সব রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও সব নির্বাচন অফিসে কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।”
জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়ে ৫৮১ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। সেই সঙ্গে ইসি সচিবালয় ও এর মাঠ পর্যায়ে (আঞ্চলিক, জেলা ও উপজেলা) ৫১৮টি নির্বাচন অফিস রয়েছে। সংশ্লিষ্ট সবার ভোট পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল, বাছাই ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর প্রচারণায় যাবেন প্রার্থীরা।
কালের আলো/এনএম