উন্মোচন করা হলো কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’
প্রকাশিতঃ 8:06 pm | March 30, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের জন্য অফিশিয়াল ফুটবল উন্মোচন করেছে ফিফা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতিতে আসন্ন বিশ্বকাপের বল উন্মোচন করা হয়।
এবার বলটির নামকরণ করা হয়েছে ‘আল রিহলা’। আরবি ভাষার এই শব্দযুগলের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘যাত্রা’। বিশ্বকাপের জন্য বলটি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
বুধবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বলটির উন্মোচনের ঘোষণা দেয় ফিফা। এ সময় আর্জেন্টাইন অধিনায়ক মেসি ও দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন উপস্থিত ছিলেন।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু করে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। যেখানে ব্যবহৃত হবে ‘আল রিহলা’ নামক বলটি। যা স্বাগতিক দেশ কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও তাদের পতাকার রংয়ের মিশ্রণে তৈরি করা হয়েছে।
ফিফা বলটি নিয়ে নিজেদের মতামতে জানায়, বর্তমানের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বলটি তৈরি করা হয়েছে। এটি বিশ্বকাপের ইতিহাসে এর আগে ব্যবহৃত সব বলের চেয়েও বাতাসে বেশি দ্রুতগতিতে ছোটে বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
কালের আলো/এমএইচ/জেআর