কাতার বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল
প্রকাশিতঃ 10:30 am | April 02, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় শুক্রবার (০১ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেলো ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।
বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ফুটবল কিংবদন্তিরা। তাদের মধ্যে ছিলেন ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথুজ, অস্ট্রেলিয়ার টিম ক্যাহিলরা।
কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা নির্ধারণ হয়েছে। প্রতিটি দল তাদের প্রতিপক্ষ কারা হবে ইতোমধ্যে জেনে গেছে।
বিশ্বকাপের সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি একই গ্রুপে পড়লেও মৃত্যুকূপের মর্যাদা পাচ্ছে পর্তুগালের এইচ-গ্রুপ। এই গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে লড়তে হবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার সঙ্গে।
মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। জি-গ্রুপে নেইমারের ব্রাজিল লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে।
কে কোন গ্রুপে দেখে নেয়া যাক-
গ্রুপ-এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।
গ্রুপ-সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ-ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।
গ্রুপ-ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।
গ্রুপ-এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।
গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।
কালের আলো/এমএইচ/জেআর