লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পুরো দায়িত্ব ইসির: কাদের

প্রকাশিতঃ 1:28 pm | November 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে একটি সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড কনডিউসিভ অ্যাটমোসফিয়ার সম্পূর্ণ ইস্যুটিই এখন নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি মনে করেন কনিজিনিয়াল অর কনডিউসিভ অ্যাটমোসফিয়ার অনুপস্থিত আছে তবেই এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি।

দুই-একদিনের মধ্যে তিনশ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন ঠিক হবে বলেও জানান ওবায়দুল কাদের। তবে তা শরিক দলের সঙ্গে বসেই চূড়ান্ত করা হবে।

কালের আলো/এনএম