সাংবাদিক শাহরিয়ার শহীদ আর নেই

প্রকাশিতঃ 3:11 pm | November 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাসস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সাংবাদিক শাহরিয়ার শহীদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধনী অবস্থায় মারা গেছেন। কিছুক্ষণ আগে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন মহলে।

উল্লেখ্য, কিডনি অকার্যকর হওয়ার পরে গত মাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালের আলো/ওএইচ