ইতিহাসে প্রথম নারী পরিচালক পেল ব্রাজিল ফুটবল

প্রকাশিতঃ 1:08 pm | April 28, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে (সিবিএফ) পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছেন। সিবিএফের অধীনে নতুন কিছু স্থাপত্য প্রকল্পের জন্য পরিচালকের দায়িত্ব পেয়েছেন লুইসা রোজা নামের সেই নারী।

সিবিএফের সঙ্গে এর আগেও কাজ করেছেন রোজা। এর আগে ২০১৪ ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত অলিম্পিক ও প্যারাঅলিম্পিকের আয়োজক কমিটিতে কাজ করেছিলেন তিনি। পেশায় স্থপতির সঙ্গে যুক্ত রোজা এবং কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের বিভিন্ন স্থাপত্য প্রকল্পেও কাজ করেছেন।

৩৩ বছর বয়সী রোজাকে এবার দেওয়া হয়েছে ১৫টি ডেভেলপমেন্ট সেন্টার তৈরির প্রকল্প। এসব ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হবে ২০১৪ বিশ্বকাপ আসরের অর্জিত অর্থ থেকে। এই কাজ শেষে নতুন প্রকল্প অপেক্ষা করছে রোজার জন্য। নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য গ্রানজা কোমারি হেডকোয়ার্টার বর্ধিত করা হবে। সেই বর্ধিতাংশ তৈরির দেখভালের দায়িত্বটাও থাকবে স্থপতি রোজার ওপর। এমনটাই জানিয়েছে গ্লোবো এস্পোর্তো।

এদিকে ব্রাজিলের সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজ জানিয়েছেন, রোজার এই নিয়োগ অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। তিনি বলেন, ‘আশা করছি অন্য যারা এখানে কাজ করছে তাদের জন্য এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাদেরকে বার্তা দেবে যে, আমরা তাদের কাজগুলো দেখছি, আর তাদের আরও সুযোগ দিতে চেষ্টা করছি।’

কালের আলো/এমএইচ/এসকে