বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বললেন আইজিপি

প্রকাশিতঃ 4:31 pm | November 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। তিনি বলেছেন, অস্ত্র উদ্ধার নিয়ে সারাদেশে আমাদের অভিযান চলছে। এটা অব্যাহত থাকবে।

শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। সে অনুযায়ী দেশজুড়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের চকরিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন কক্সবাজারের চকরিয়া থানার নব-নির্মিত চারতলা ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন উখিয়া সার্কেল কার্যালয়ের ভবন ও ঈদগাহ তদন্ত কেন্দ্র ভবনেরও উদ্বোধন করেন পুলিশ প্রধান।

মাদকের চোরাচালান বন্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান আইজিপি। কক্সবাজারের প্রতি পুলিশের বিশেষ দৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই জানি এই কক্সবাজার দিয়েই মাদকের একটি বড় অংশ সারাদেশে যাচ্ছে। এটি বন্ধ করতে কার্যকরভাবে আমরা কাজ করছি। আশাকরি আমরা সফল হবো।

প্রধানমন্ত্রী দেশকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং পুলিশ এই নীতি বাস্তবায়নে দেশে এর প্রয়োগ ঘটাচ্ছে বলেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

চকরিয়া থানা পুলিশ জানায়, চকরিয়া থানার আধুনিক দৃষ্টিনন্দন ভবনটির নিমার্ণ কাজ শুরু হয় ২০১৪-১৫ অর্থ বছরে। বর্তমানে চারতলা পর্যন্ত কাজ শেষ করা হয়েছে। এই চারতলা ভবনটির জন্য ব্যয় করা হয় ১০ কোটি টাকা।

এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, পুলিশ পরিদর্শক (তদন্তের) কক্ষ, থানার উপ-পরিদর্শক আলাদা কক্ষ, পুলিশ ব্যারাক, ডাইনিং, মহিলা কনস্টেবলদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, নারী-পুরুষ ও শিশুদের জন্য বড় পরিসরে হাজতখানা রয়েছে। এছাড়াও হলরুম, সেমিনার কক্ষ ও আধুনিক অস্ত্রগারও আছে।

এই ভবনের মাধ্যমে পুলিশের দীর্ঘদিনের আবাসন সঙ্কট দূর হবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবনের উদ্বোধনের মধ্যদিয়ে চকরিয়া পুলিশের দীর্ঘদিনের আবাসন সংকট দূর হবে। পাশাপাশি জনগণের প্রতি পুলিশের যে দায়বদ্ধতা, সেখান থেকে সেবারমানও বাড়বে।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সব পুলিশ সুপার, কক্সবাজার জেলা পুলিশের সব ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় আইজিপি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামাল হোসেন ও জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

কালের আলো/ওএইচ/এএ