কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে স্কুলের নামফলক উন্মোচন করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 11:27 pm | May 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৃহস্পতিবার (১২ মে)। সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল ও কলেজ’র নামফলক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুনঃ কৃষিতে সম্ভাবনা দেখাচ্ছে সেনানিবাসের পতিত জমি, উৎপাদন বাড়ানোয় নজর সেনাপ্রধানের

নামফলক উন্মোচনে তিনি একা নন, পাশেই ছিলেন স্কুলটির কোমলমতি কয়েক শিক্ষার্থী। সেনাপ্রধানের সঙ্গে সুইচ টিপলেন তারাও। আনন্দঘন এক মুহুর্তের স্বাক্ষী হলো পুরো প্রতিষ্ঠানটি। কোমলমতি শিশুদের প্রতি সেনাপ্রধানের এমন প্রগাঢ় স্নেহ মুগ্ধ করলো সবাইকে। এ সময় শিক্ষার্থীদের নিয়েই সেনা পাবলিক স্কুল ও কলেজ’র নামফলক উন্মোচন করেন সেনাপ্রধান।

এ সময় সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএস/এমএম