মেসির জোড়া গোলে পিএসজির বড় জয়
প্রকাশিতঃ 12:32 pm | May 15, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
অবশেষে গোলপোস্টের সঙ্গে সখ্যতা ভেঙে জালের দেখা পেলেন লিওনেল মেসি। তার জোড়া গোল, কিলিয়ান এমবাপ্পে ও ডি মারিয়ার গোলে ৪-০ গোলের বড় ব্যবধানে মপেলিয়েরকে হারিয়েছে পিএসজি। এ নিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল প্যারিসের দলটি।
মাওরিসিও পচেত্তিনোর দল শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে মোঁপেলিয়াকে হারিয়েছে। এর মধ্যে দুই গোল মেসির, একটি এমবাপ্পের আর অন্য গোলটি করেন আরেক আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়া।
নেইমার থাকলে হয়তো ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু নিষেধাজ্ঞায় দলে ছিলেন না আক্রমণভাগের এই ব্রাজিলিয়ান তারকা।
খেলায় পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। মেসির শট ঠেকিয়ে দেন মোঁপেলিয়ের গোলরক্ষক। পরের মিনিটে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে আর আটকে রাখতে পারেননি তিনি। এমবাপ্পেকে ডি-বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন মেসি। ফিরতি পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে পাঠান জালে।
২০তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। বাঁদিক থেকে এমবাপ্পের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
লিগ ওয়ানে ২৫ ম্যাচে মেসির গোল হলো ৬টি। পাঁচ মিনিট পরই স্কোরলাইন ৩-০ করে ফেলেন আরেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।
তিন গোল পিছিয়ে থেকে বিরতিতে যায় মোঁপেলিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে একটি গোলও শোধ করতে পারেনি তারা।
উল্টো ৬০তম মিনিটে মোঁপেলিয়ার জালে হালি পূরণ করে দেন এমবাপ্পে। ডি-বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সফল স্পটকিক থেকে গোলটি করেন বিশ্বকাপজয়ী তারকা।
এর একটু পরেই অবশ্য আরেকবার বল জালে পাঠিয়েছিলেন মারিয়া, কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
রেফারির শেষ বাঁশি ৪-০ ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ৩৭ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৮৩।
সমান ম্যাচে ৬৮ পয়েন্ট করে নিয়ে মোনাকো দুইয়ে ও মার্সেই তিনে আছে। ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেন।
কালের আলো/এমএইচ/এসএম