তারেকের স্কাইপ আলোচনা আচরণবিধি লঙ্ঘন নয় : ইসি সচিব

প্রকাশিতঃ 5:12 pm | November 19, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
দলের মনোনয়ন বোর্ডের সভায় স্কাইপের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালউদ্দীন আহমেদ।

আজ সোমবার কমিশনের এক বৈঠকের পর ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে হেলালউদ্দীন আহমেদ এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে তারেকের স্কাইপ আলোচনার বিষয়ে দায়ের করা অভিযোগ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তাতে কমিশন সিদ্ধান্তে এসেছে এটি আচরণবিধি লঙ্ঘন করে না।’

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি নিয়ে ইসিতে আলোচনা হয়েছে। যেহেতু তারেক রহমান দেশে নেই এবং তিনি ভিডিও কনফারেন্সে এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, তাই বিষয়টি আচরণবিধি লঙ্ঘন নয় বলে প্রতীয়মান হয়েছে। সেজন্য এ ব্যাপারে ইসিরও করণীয় কিছু নেই।

তবে তারেক রহমানের ব্যাপারে আদালতের একটি নির্দেশনা আছে জানিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আদালতের বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নয়াপল্টনে ফৌজদারি অপরাধ হয়েছে, এ বিষয়ে তদন্ত চলবে। আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কালের আলো/এনএম