স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ 7:04 pm | May 17, 2022

কালের আলো প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. মোস্তফা কামাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুরের শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিয়ের মাত্র দুই মাস পর ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার স্বামীকে নিতে তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে যান। রাতের খাওয়া শেষে মুক্তি ও তার স্বামী মনিরুল ওই বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান এবং ঘরের দরজা খোলা রেখে দেন। এরপর পূর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির প্রেমিক সাইদুল ইসলাম ওই ঘরে ঢোকেন। দুইজন মিলে মনিরুল হককে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

পুলিশের আদালত পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, আসামিদের উপস্থিতিতেই আদালত রায় দিয়েছেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

কালের আলো/এমএইচ/আরবি