যুদ্ধাপরাধ মামলায় মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ 11:57 am | May 19, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার থানার আব্দুল আব্দুল আজিজ হাবলুসহ তিন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারমান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় দেয়।

এর আগে গত ১২ এপ্রিল মামলাটি সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখে ট্রাইব্যুনাল। মাস খানিকের বেশি অপেক্ষায় থাকার পর রায়ের জন্য দিন ঠিক করে দেয় আদালত।

মামলার তিন আসামি হলেন-আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এরমধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।

আদালতে আসামিদেরপক্ষে আইনজীবী ছিলেন এম. সরোয়ার হোসেন ও আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

কালের আলো/ডিএসবি/এমএইচএ