নজরুল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি

প্রকাশিতঃ 11:44 am | January 27, 2018

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। ওরিয়েন্টেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর।