মেসির খেলার ধরন বোঝে না পিএসজির কিছু খেলোয়াড়: নেইমার
প্রকাশিতঃ 6:03 pm | May 31, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র তো আগেই ছিলেন। এরপর যোগ দেন লিওনেল মেসি। এই ত্রয়ীকে নিয়ে ইউরোপসেরা হওয়ার প্রত্যাশা করেছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু, এবার তারা শেষ ষোলো থেকেই। পিএসজি এবারও কেন চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলো তার নির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও নেইমারের মতে, দলের অনেকেই মেসির খেলার ধরন বোঝে না।
সম্প্রতি পিএসজিতে নিজের এবং মেসির বর্তমান অবস্থা নিয়ে কানাল ফুটবল ক্লাবের সঙ্গে মনখোলা আলাপ করেছেন তিনি। সপ্তাহখানেক আগেই ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে, একসময় বিশ্বরেকর্ড ফি দিয়ে দলে ভেড়ানো নেইমারকে ‘ভালো প্রস্তাব’ পেলেই ছেড়ে দিতে প্রস্তুত পিএসজি। নেইমার অবশ্য এই বিষয়ে অবগত নন বলেই কানাল ফুটবল ক্লাবকে জানিয়েছেন, ‘আমাকে কেউ কিছু বলেনি। আমি পিএসজিতেই থাকতে চাই।’
এই সাক্ষাৎকারে বার্সেলোনা এবং পিএসজি দুই ক্লাবেই তার সতীর্থ মেসিকে নিয়েও কথা বলেছেন নেইমার। পিএসজিতে নিজের অভিষেক মৌসুমে মেসিকে নিয়ে নানামুখী আলোচনার প্রসঙ্গে নেইমার বলেছেন, ‘সে অনেক বছর বার্সেলোনায় ছিল, নতুন জায়গায় মানিয়ে নেওয়া সহজ না। দল এবং শহর পরিবর্তন করাটা কঠিন। আর সে তো একা আসেনি, তার পরিবারকেও সঙ্গে নিয়ে এসেছে।’
মেসি সদ্য সমাপ্ত মৌসুমে পিএসজির হয়ে ১১ গোল এবং অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনায় নিয়মিত গোলের ফুলঝুরি ছুটিয়ে তাক লাগিয়ে দিতেন তিনি। সেই তুলনায় পিএসজিতে প্রথম মৌসুমটা একেবারেই মেসির নামের সঙ্গে যায় না। ফুটবল বিশ্লেষকরা তাই অবধারিতভাবেই মেসির ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নেইমার মনে করেন, ‘দল যেভাবে খেলছে, অনেক খেলোয়াড়ই মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লিও, কিলিয়ান আর আমাকে মানুষ সব সময় পারফরম্যান্স, পরিসংখ্যান আর শিরোপার সংখ্যা দিয়ে বিচার করে।’
কালের আলো/এমএইচ/এসবি