কিছুদিনের মধ্যে পরিস্থিতি বদলাবে: ইসি শাহাদাত
প্রকাশিতঃ 11:12 am | November 23, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে পরিস্থিতি দেখছেন, আগামী কিছু দিনের মধ্যেই তাতে আরও বড় পরিবর্তন দেখা যাবে।
শুক্রবার সকালে বরিশাল মনগীরর বিডিএস মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং সব দলের অংশগ্রহণে কাজ করা হচ্ছে।
সেনাবাহিনীকে কেন ম্যাজেস্ট্রিসি পাওয়ার দেয়া হয়নি জানতে চাইলে সাংবাদিকদের নির্বাচন কমিশনার বলেন, যাদের হাতে অস্ত্র আছে তাদের ম্যাজেস্ট্রিসি পাওয়ার দরকার হয় না।
কালের আলো/পিএম/এমএইচএ