জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করবে ঐক্যফ্রন্ট
প্রকাশিতঃ 5:19 pm | November 23, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সারাদেশে জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। খুব শিগগিরই এই কমিটিগুলো গঠন করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি।
শুক্রবার বিকেল রাজধানীর মতিঝিলে গণফোরামের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক চলাকালে সময় সংবাদ সম্মেলন করে এসব কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বরকত উল্লাহ বুলু বলেন, সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, সারাদেশে জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করা হবে। এজন্য ইতিমধ্যে সারাদেশে জেলায় জেলায় চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব দ্রুত এসব কমিটিগুলো গঠন করা হবে। আর এই কমিটিগুলোতে ঐক্যফ্রন্টে যেসব দল রয়েছে, সেসব দলের একজন করে প্রতিনিধি থাকবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন ২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ভোলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অপরদিকে বিরোধী দলের মনোনয়নপ্রত্যাশীর লাশ পাওয়া যাচ্ছে এবং আদালত থেকেও গ্রেপ্তার করা হচ্ছে।
বুলু বলেন, আমরা আশা করবো, নির্বাচন কমিশন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।
ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৪ থেকে ৫ দিনের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার পাবেন। শনিবারও ইশতেহার কমিটির বৈঠক আছে।
বৈঠক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা শহীদুল্লাহ কায়সার, শহিদুদ্দিন মাহমুদ স্বপন, মনিরুল হক চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/পিবি/এমএইচএ