‘বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়’

প্রকাশিতঃ 7:38 pm | November 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী দিলীপ বড়ুয়া।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য রাখছে। অথচ ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন একজন আইনজ্ঞ হয়েও এ বিষয়ে কিছুই বলছেন না। বিএনপি যে দাবিগুলো উত্থাপন করছে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা করছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার প্রতিদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে মনগড়া ও বানোয়াট অভিযোগ করে সংশ্লিষ্টদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে যাতে তারা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে না পারে।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করে তারা তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

প্রশাসনের রদবদল সম্পর্কিত বিএনপির দাবি প্রসঙ্গে ১৪ দলের এই প্রতিনিধি দলের নেতা বলেন, ‘এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কথামতো যেন এ ধরনের রদবদল করা না হয়, এ বিষয়ে আমরা কমিশনকে জানিয়েছি।’

কালের আলো/পিএন/এমএইচএ