শিক্ষক হত্যা : ৫ দিনের রিমান্ডে জিতু
প্রকাশিতঃ 6:56 pm | June 30, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত-২ এর বিচারক রাজীব হাসান আসামিকে রিমান্ডে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
এসআই এমদাদ বলেন, বুধবার সন্ধ্যায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে বৃহস্পতিবার র্যাব আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে একই দিন প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় তাকেও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।
জিতুকে গ্রেপ্তারের বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হিরোইজম দেখাতে গিয়ে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করেন জিতু।
কালের আলো/এমএইচ/এসবি