মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, গোপন বৈঠক প্রসঙ্গে ইসি সচিব

প্রকাশিতঃ 10:02 pm | November 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গোপন বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ‘মিথ্যা প্রপাগান্ডা’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ শনিবার বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ দাবি করেন।

বিএনপির অভিযোগ, গত ২০ নভেম্বর ঢাকা অফিসার্স ক্লাবের চার তলার পেছনের কনফারেন্স রুমে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অনেকের সঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওই অভিযোগ প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘চাপ সৃষ্টি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে। আমাকে বিতর্কিত ও হেয় করার জন্য এ অভিযোগ আনা হয়েছে। আমি কোথাও কোনও বৈঠকে অংশ নেইনি।’

সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, ‘আপনার জানেন, আমি এখানে রাত ৮টা/৯টা পর্যন্ত অফিস করি। আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা। স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে কাজ করি। ইসির সব আদেশ-নিষেধ মেনে চলি। আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই।’

মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বিভিন্ন অভিযোগ নিয়ে আগামীকাল রোববার কমিশন সভা করবে। সেখানে এ বিষয়টি উপস্থাপন করা হবে। কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই হবে।’

কালের আলো/এএ/এমএইচএ