মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর
প্রকাশিতঃ 2:22 pm | November 26, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রিসভায় উপস্থিত একাধিক সিনিয়র মন্ত্রী।
প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় বলেছেন, ‘এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। মানুষ যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘তরুণ ভোটার, মানে যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে। এ বিষয়গুলো মাথায় রেখে যারা মনোনয়ন পেয়েছেন তারা মাঠে যান এবং কাজ করেন। আপনারা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন।’
কালের আলো/এনএল/এমএইচএ