এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন পাওয়াদের তালিকা (চলমান)
প্রকাশিতঃ 9:55 am | November 27, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গতকাল সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। বিকেলে দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।
বগুড়া- ৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করে বিএনপি।
খালেদা জিয়ার পক্ষ থেকে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়নের চিঠি গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ও বগুড়া-৭ আসনের চিঠি নেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান।
আরো যারা মনোনয়ন পেলেন-
ঢাকা বিভাগ
আমানউল্লাহ আমান (ঢাকা-২); গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩); সালাহউদ্দিন আহমেদ (ঢাকা-৪); নবীউল্লাহ নবী (ঢাকা-৫); আবুল বাশার (ঢাকা-৬); মির্জা আব্বাস (ঢাকা-৮); হাবীব-উন নবী সোহেল (ঢাকা-৯); আবদুস সালাম (ঢাকা-১৩)।
খায়রুল কবির খোকন (নরসিংদী-১); সানাউল্লাহ মিয়া (নরসিংদী-৩)।
চট্টগ্রাম বিভাগ
মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশীদ (নোয়াখালী-১); জয়নুল আবদিন ফারুক ও জাফর ইকবাল (নোয়াখালী-২); বরকত উল্লাহ বুলু ও ডা. কাজী মাজহারুল ইসলাম (নোয়াখালী-৩); শাহিনুর বেগম (নোয়াখালী-৪); মওদুদ আহমদ (নোয়াখালী-৫), ফজলুল আজিম (নোয়াখালী-৬)।
হাসিনা আহমেদ (কক্সবাজার-১); লুৎফর রহমান কাজল (কক্সবাজার-৩); শাহজাহান চৌধুরী ও মো. সালাহ্উদ্দিন (কক্সবাজার-৪); সাচিং প্রু জেরি ও উম্মে কুলসুম সুলতানা (বান্দরবান); দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান (রাঙামাটি); আব্দুল ওয়াদুদ ভূইয়া (খাগড়াছড়ি)।
শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১, এলডিপি); আবুল খায়ের ভুইয়া (লক্ষ্মীপুর-২); শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩); আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)।
খালেদা জিয়া (ফেনী-১); জয়নাল আবেদীন (ফেনী-২,ভিপি জয়নাল); আব্দুল আউয়াল মিন্টু (ফেনী-৩)।
বরিশাল বিভাগ
জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (বরিশাল-১); সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহীদুল হক জামাল (বরিশাল-২); সেলিনা রহমান ও জয়নাল আবেদীন (বরিশাল-৩); মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজিব আহসান (বরিশাল-৪); মুজিবর রহমান সরোয়ার ও এবায়দুল হক চান (বরিশাল-৫); আবুল হোসেন খান ও রশিদ খান (বরিশাল-৬)।
আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী সুরাইয়া আলতাফ চৌধুরী (পটুয়াখালী-১); শহীদুল আলম তালুকদার ও তার স্ত্রী সালমা আলম (পটুয়াখালী-২); গোলাম মাওলা রনি, হাসান মামুন ও মো. শাজাহান (পটুয়াখালী-৩); এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মনির (পটুয়াখালী-৪)।
আন্দালিব রহমান পার্থ (ভোলা-১); হাফিজ ইব্রাহিম (ভোলা-২); হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), নাজিমউদ্দিন আলম (ভোলা-৪)।
শাহজাহান ওমর বীর উত্তম (ঝালকাঠি-১); রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান (ঝালকাঠি-২)।
ব্যারিস্টার সারোয়ার হোসেন (পিরোজপুর-১); রুহুল আমিন দুলাল ও কর্নেল (অব.) শাহজাহান মিয়া (পিরোজপুর-৩)। মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১); নুরুল ইসলাম মনি (বরগুনা-২)।
সিলেট বিভাগ
তাহসিনা রুশদীর (সিলেট-২); সুলতান মুহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২, ঐক্যফ্রন্ট)।
ময়মনসিংহ বিভাগ
ডা. এ জেড এম জাহিদ হোসেন ও এম আবু ওহাব আকন্দ (ময়মনসিংহ-৪)।
রংপুর বিভাগ
মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ (দিনাজপুর-১); সাদিক রিয়াজ (দিনাজপুর-২); সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল হোসেন দুলাল (দিনাজপুর-৩); হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪); রেজাউল হক ও এসএম জাকারিয়া বাচ্চু (দিনাজপুর-৫); লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল (দিনাজপুর-৬)।
ব্যারিস্টার নওশাদ জমির ও তৌহিদুল ইসলাম (পঞ্চগড়-১); জাহিদুর রহমান, ফরহাদ হোসেন আজাদ ও জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান (পঞ্চগড়-২)।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১); মো. আবদুস সালাম ও জুলফিকার মুর্তাজা চৌধুরী তুলা (ঠাকুরগাঁও-২); জাহিদুর রহমান ও জিয়াউল ইসলাম জিয়া (ঠাকুরগাঁও-৩)।
মোকাররম হোসেন সুজন (রংপুর-১); ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী (রংপুর-২); মোজাফফর আহমদ ও রিটা রহমান (রংপুর-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪); সোলাইমান আলম ও ডা. মমতাজ (রংপুর-৫); সাইফুল ইসলাম (রংপুর-৬)।
সালাউদ্দিন হেলাল (লালমনিরহাট-২); আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট- ৩)।
রাজশাহী বিভাগ
খালেদা জিয়া (বগুড়া-৬ ও ৭)। মো. আমিনুল হক (রাজশাহী-১); মিজানুর রহমান মিনু ও সাঈদ হাসান (রাজশাহী-২); এ কে এম মতিউর রহমান মন্টু ও শফিকুল হক মিলন (রাজশাহী-৩); মো. নাদিম মোস্তফা, মো. আবু হেনা, মো. নুরুজ্জামান খান মনির ও মো. আ গফুর (রাজশাহী ৪); আবু সাঈদ চাঁদ ও মো. নুরুজ্জামান খান মানিক (রাজশাহী-৬)।
ফয়সাল আলীম ও মো. ফজলুর রহমান (জয়পুরহাট-১); মো. খলিলুর রহমান ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (জয়পুরহাট-২)।
ডা. সালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), শামসুজ্জামান খান ও খাজা নজিব উল্লাহ চৌধুরী (নওগাঁ- ২); রবিউল আলম বুলেট ও পারভেজ আরেফীন সিদ্দিকী (নওগাঁ-৩); শামসুল আলম প্রামানিক ও ডা. একরামুল বারী টিপু (নওগাঁ-৪); জাহেদুল ইসলাম ধলু ও নজমুল হক সনি (নওগাঁ-৫); আলমগীর কবির ও শেখ রেজাউল ইসলাম রেজু (নওগাঁ-৬)।
মো. শাহজাহান মিয়া ও বেলালী বাকী ইদ্রিসি (চাঁপাইনবাবগঞ্জ-১); আনারুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২); আব্দুল ওয়াহেদ ও হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)।
কনক চাঁপা ও নাজমুল হাসান রানা (সিরাজগঞ্জ-১); ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রুমানা মাহমুদ (সিরাজগঞ্জ-২); আব্দুল মান্নান তালুকদার ও আইনুল হক (সিরাজগঞ্জ-৩); মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪, জামায়াত); রকিবুল করিম খান পাপ্পু ও আমিরুল ইসলাম খান আলিম (সিরাজগঞ্জ-৫); কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিশ ও এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)।
কামরুন্নাহার শিরিন ও তাইফুল ইসলাম টিপু (নাটোর-১); রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি (নাটোর-২); দাউদার মাহমুদ ও আনোয়ার ইসলাম আনু (নাটোর-৩); আব্দুল আজিজ (নাটোর-৪)।
একেএম সেলিম রেজা হাবিব (পাবনা-২); শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা- ৫)।
খুলনা বিভাগ
মনির খান (ঝিনাইদহ-৩)। মাসুদ অরুন (মেহেরপুর-১); আমজাদ হোসেন (মেহেরপুর-২)।
সোমবার সকাল থেকেই মনোনয়নের চিঠি নিতে ডাক পাওয়া প্রার্থীদের কর্মী-সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমান নেতাকর্মীরা।