চার আসনে লড়বে কর্নেল অলি আহমদের এলডিপি
প্রকাশিতঃ 2:15 pm | November 27, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চারজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে তাদের হাতে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন-
চট্টগ্রাম-১৪ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, নেত্রকোনা -১ এম এ করিম আব্বাসী, লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম।
শাহাদাত হোসেন সেলিম জানান, ‘আমরা ৬-৭টি আসন চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি চারটি আসন। সামনে সময় আছে, তাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরও কয়েকটি আসন পাব আশা করছি। ’
কালের আলো/পি/এমএইচএ