ধানের শীষেই ভোট করবে জামায়াত
প্রকাশিতঃ 3:47 pm | November 28, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আকন্দ।
আজ দুপরে সেগুনবাগিচায় নির্বাচন কার্যালয়ে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৫টি আসনে সমঝোতা হয়েছে। আমরা জোটগতভাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো।
তিনি বলেন, রাজনীতি করতে হলে গ্রেফতার হতে হয়। কিন্তু আমরা গ্রেফতার আতংকে ভুগছি না।
আকন্দ বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি।
কালের আলো/ওএইচ