এখন মেরুকরণ নয়, সমীকরণের সময় : কাদের

প্রকাশিতঃ 7:51 pm | November 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কেন্দ্রীয় মনোনয়ন যারা পাননি তাদেরকে নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন মেরুকরণের সময় না, সমীকরণের সময়।’

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘জোটের মনোনয়ন বিষয়ে ধোয়াশার কিছু নেই। আমরা জানতে পেরেছি কয়েকজন ঋনখেলাপি, আবার কয়েক জায়গায় দুজনের জনপ্রিয়তা প্রায় একই। তাই আমরা কয়েক জায়গায় দুজনকেই মনোনয়ন দিয়েছি।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘জনগনের কাছে গ্রহণযোগ্য ও জনমতে এগিয়ে আছেন, মহাজোটের এমন প্রার্থী মনোনয়ন পাবেন। প্রত্যাহারের আগেই মহাজোটের চূড়ান্ত প্রার্থী কারা জানা যাবে, এর পরে যাওয়ার উপায় নাই। প্রত্যাহারের আগেই আমরা যাদের মনোনয়ন দেব, তাদের ছাড়া বাকিদের আমরা বোঝাব। এর পরে কেউ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামরিক কর্মকর্তা যারা আওয়ামী লীগে যোগ দিয়েছে, তারা মনোনয়ন চান না, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থাকতে চায়।’

কাদের বলেন, ‘ঐকফ্রন্টের লিড কে দিচ্ছে তা জানতে ইচ্ছে করছে। জনগণ জানতে চায়। বিএনপি চিফ ইলেকশন কমিশনারেরও পদত্যাগ চায়। এখানে তো সন্দেহ হওয়ার অবকাশ আছে, তারা কি আসলেই নির্বাচন চায়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

কালের আলো/এমএইচএ