সারাদেশে ৩০৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রকাশিতঃ 9:17 pm | November 28, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে অনলাইনে জমা দিয়েছেন ৩৯। তবে মাত্র ২৩টি সঠিকভাবে পূরণ করা হয়েছে। এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করেছিলন নির্বাচন কমিশন।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের রির্টানিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল।
দিন শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালু্দ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ মনোনয়নপত্র জমার হিসাব জানান।
কালের আলো/এমএইচএ