নকল ওয়েবসাইট তৈরি, আরও ২ জন গ্রেফতার
প্রকাশিতঃ 11:00 am | November 29, 2018
কালের আলো ডেস্কঃ
বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সকাল ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
কালের আলো/এমএইচএ