একরাতের রেকর্ডে রোনাল্ডোকেও ছাড়িয়ে গেলেন মেসি
প্রকাশিতঃ 3:27 pm | November 29, 2018
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ফের চেনা ছন্দে লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। নিজে করলেন ১ গোল, সতীর্থ জেরার্ড পিকেকে দিয়ে করালেন আরেকটি। তাতে বুধবার রাতে পিএসভি আইন্দহোভেনকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দারুণ জয়ে দলকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তোলার পথে দুই দু’টি রেকর্ডের স্বাদ পেয়েছেন ছোট ম্যাজিসিয়ান। একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন, অন্যটি ভেঙে নতুন করে গড়েছেন।
রেকর্ডময় রাতে তৃপ্তির ঢেকুরও তুলতে পারেন মেসি। কারণ, দুটি রেকর্ডের সঙ্গেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম জড়িয়ে ছিল। গেল মঙ্গলবার ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারায় জুভেন্টাস। সেই পথে অসাধারণ এক কীর্তি গড়েন সিআর সেভেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০তম জয়ের রেকর্ড গড়েন তিনি। ২৪ ঘণ্টা পার না হতেই তার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। রাতের জয়ে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপসেরা টুর্নামেন্টে ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এটি স্পর্শ করার সঙ্গে রোনাল্ডোরই অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। গেল মাস পর্যন্ত একক কোনো ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ছিল পর্তুগিজ সুপারস্টারের দখলে। রিয়াল মাদ্রিদের হয়ে এ লিগে করেন ১০৫ গোল। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এবার চিরশত্রুকে ছাড়িয়ে গেলেন তিনি। পিএসভির বিপক্ষে গোলসহ বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা হলো ১০৬টি।
ধরেই নেয়া যায়, মেসির অধিকারেই থাকবে রেকর্ডটি। কারণ, চলতি বছরের মাঝামাঝিতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনাল্ডো। এ রেকর্ড ভাঙার বা ছোঁয়ার কোনো সম্ভাবনাই আর নেই জুভ উইঙ্গারের।
একক ক্লাবের হয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদার লিগে সর্বোচ্চ গোল করা ফুটবলারের তালিকায় মেসি-রোনাল্ডোর পরে আছেন রাউল গঞ্জালেস। রিয়ালের হয়ে ৬৬ গোল করেন এ স্প্যানিশ কিংবদন্তি। ৪৭ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন করিম বেনজেমা। লস ব্লাঙ্কোদের হয়ে হয়ে এ কীর্তি গড়েছেন তিনি। এখনও তাদের ডেরায় থাকায় সেই সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ আছে ফরাসি ফরোয়ার্ডের।
কালের আলো/এমএইচএ