‘নো কমেন্টস’ বলেই চলে গেলেন ব্রিটিশ হাইকমিশনার
প্রকাশিতঃ 3:15 pm | November 29, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেই চলে গেলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। এ সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও ‘নো কমেন্টস’ বলে চলে যান তিনি।
বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বেলা সোয়া ১১টা থেকে ১১টা ৫০ পর্যন্ত তিনি সিইসির সঙ্গে বৈঠক করেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হলেও আসলে কী বিষয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠক করলেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি।
সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার যখন বের হয়ে যান। তখন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীরা হাইকমিশনারের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি ‘নো কমেন্টস’ বলে নির্বাচন ভবন ত্যাগ করেন।
এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ডিসেম্বর বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এবার বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এজন্য নির্বাচনী পর্যবেক্ষক মিশনও পাঠাবে না সংস্থাটি। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা আগে থেকে তালিকা দিয়ে জানাবেন, কোথায় কি কি কাজ করবেন।’
কালের আলো/এনএ/এমএইচএ