ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘ইন্ট্রা স্প্রিং’ ফুটবলে চ্যাম্পিয়ন ‘টিম ফিনিক্স’

প্রকাশিতঃ 8:37 pm | September 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্প্রিং-২২’ সেশনের আয়োজনে আন্ত:সেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ‘ইন্ট্রা স্প্রিং’২২’-এ চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সামির ‘টিম ফিনিক্স’।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮.৩০ থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিকের দি স্টেডিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে ৮টি দল পরস্পরের সাথে প্রতিযোগীতায় অংশ নেয় এবং সেমিফাইনালে ৪টি এবং ফাইনালে জয়ী দুই দল মোহাম্মদ সামির ‘টিম ফিনিক্স’ ও রানার্সআপ হয় মাহবুবর রহমানের ‘টিম এন্টিমা’।

এছাড়া সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে মো. হাসিব উল্লাহ খান আলভি।

আয়োজনে মিডিয়া পার্টনার ছিল অনলাইন গণমাধ্যমে কালের আলো, টুর্নামেন্ট স্পন্সর মেট্রো এ/সি এবং ফটোগ্রাফি পার্টনার ‘রেখাচিত্র’।

কালের আলো/ডিএস/এমএম