যারা আমাকে বিদেশি বলছে, তারা মিথ্যাচার করছে: শেখ তন্ময়
প্রকাশিতঃ 8:30 pm | November 30, 2018
কালের আলো প্রতিবেদক:
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আমাকে যারা বিদেশি বলছে, তারা মিথ্যাচার করছে। আমি এই দেশেরই সন্তান। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর বাড়িই আমার বাড়ি।
শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা তাঁতি লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় বলেন, নেত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি এই আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমি এখানে থেকে এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, নকিব নজিবুল হক নজু, ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, অ্যাডভোকেট. সীতা রানী দেবনাথ, কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তালুকদার রিনা সুলতানা প্রমুখ।
কালের আলো/আরবি/এমএইচএ