ডিআরইউ’র সভাপতি ইলিয়াস, সম্পাদক কবির
প্রকাশিতঃ 8:15 pm | November 30, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ইলিয়াস হোসেন সভাপতি এবং কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগণনা শেষে মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।
প্রথা অনুযায়ী প্রতিবছরের ৩০ নভেম্বর ডিআরইউর নতুন নেতৃত্ব নির্ধারণের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নেতৃত্ব বেছে নিতে শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
এবারের নির্বাচনে সভাপতি থেকে কার্যনির্বাহী সদস্য পর্যন্ত ১৬টি পদে নেতৃত্ব নির্ধারণ করতে ভোটাধিকার প্রয়োগ করেন ডিআরইউর সদস্যরা। ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন বিজয়ী হওয়ায় ওই পাঁচ পদে ভোট হয়নি।
কালের আলো/এমএইচএ