সিনিয়র বুশ মারা গেছেন

প্রকাশিতঃ 12:31 pm | December 01, 2018

কালের আলো ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডাব্লিউ) বুশ মারা গেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

মৃত্যুকালে সিনিয়র বুশের বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বারবারা বুশ। পরে তার সন্তান জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দুই দফায় প্রেসিডেন্ট ছিলেন তিনি।

সিনিয়র বুশের শাসনামলেই স্নায়ু যুদ্ধের অবসান ঘটে। একই সময় ইরাকের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানও শুরু করেন তিনি।

কালের আলো/ডিআরবি/এমএইচএ