কাতার বিশ্বকাপের খেলা দেখা যাবে মোবাইলে

প্রকাশিতঃ 8:13 pm | October 06, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দারুণ এক সুখবর পেল ফুটবল ভক্তরা। আসন্ন কাতার বিশ্বকাপ টিভি পর্দার পাশাপাশি দেখা যাবে মোবাইলের ছোট পর্দায়ও।

কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ। ফলে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে।

কেবল টিভি পর্দায় নয় খেলা দেখা যাবে ‘জিয়ো সিনেমা’-তেও। মোবাইলে এই অ্যাপটি থাকলেই যেকোনো জায়গা থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।

এই বিষয়ে ‘স্পোর্টস ১৮’ কর্তৃপক্ষ জানিয়েছে, কারও মোবাইলে জিয়ো নেটওয়ার্ক না থাকলেও চাইলেই যে কেউ ‘জিয়ো সিনেমা’ অ্যাপটি নিজের মোবাইলে নামাতে পারবে। সেখান থেকে সাবস্ক্রিপশন কিনে বিশ্বকাপের পুরো সময়টায় নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন দর্শকরা।

কেবল খেলা দেখা নয় দর্শকদের সুবিধার্থে বিভিন্ন ভাষার ধারাভাষ্যের সুবিধাও রাখছে কোম্পানিটি। জিয়ো সিনেমায় ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, বাংলা এমনকি মালায়লাম ভাষায়ও ধারাভাষ্য শুনতে পারবে দর্শকরা।

কালের আলো/এমএইচ/এসবি