ফেনী-১ আসনে বেগম জিয়ার মনোনয়নপত্র বাতিল
প্রকাশিতঃ 11:43 am | December 02, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান।
রবিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তিনি এই বাতিল আদেশ দেন।
মনোনয়ন বাতিল হওয়া অপর প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।
গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।
এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য মো. শাহজাহান মজুমদার এবং ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/আরএন/এমএইচএ