তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই : মির্জা আব্বাস
প্রকাশিতঃ 3:00 pm | December 02, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার দুপুরে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘তারা (সরকার) যে কোনোভাবে আমি ও আমার স্ত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে। তাই আমার স্ত্রীর মনোনয়ন দুই ঘণ্টা স্থগিত রাখা হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আদালত এবং বাংলাদেশ ব্যাংকের কাগজপত্র আমার স্ত্রীর পক্ষে রয়েছে। এর পরও স্থগিত রাখা মানে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। গত কয়েকদিন ধরে এমনটা চলছে যেন, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।’
এদিকে, গত বুধবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, তার লোকজন নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছেন। কিন্তু তা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মির্জা আব্বাসের লোকজন বিকেল ৫টার পরে এসেছেন, এ কারণে মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।
কালের আলো/এমএইচএ