‘বাংলাদেশিদের’ খুঁজে খুঁজে বিতাড়িত করবে বিজেপি
প্রকাশিতঃ 11:10 pm | December 02, 2018
কালের আলো ডেস্ক:
ভারতের আসামে নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়া বাঙালিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে রাজ্যের কট্টরপন্থী সংগঠনগুলো। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যারা নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবেন তাদের দেশছাড়া করার দাবিও তোলা হয়েছে।
এনআরসি তালিকায় কোনো বাংলাদেশি থাকলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে বলেও মন্তব্য কট্টর নেতাদের। এর মধ্যেই ফের ক্ষমতায় এলে ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ খুঁজে খুঁজে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ।
ভারতের আসামে নাগরিকত্বের তালিকা এনআরসির চূড়ান্ত খসড়ায় যাদের নাম ওঠেনি, তাদের দাবি ও আপত্তি লিপিবদ্ধ করার সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেন সুপ্রিম কোর্ট।
সে মোতাবেক বাদ পড়া ৪০ লাখের মধ্যে প্রায় ৬ লাখ বাসিন্দা নতুন করে নাগরিক প্রমাণের নথি জমা দিয়েছেন। বর্তমানে আগের ১০টি নথি ছাড়াও আরও পাঁচটি নতুন নথি দাবির সপক্ষে প্রামাণ্য দলিল হিসেবে পেশ করার সুযোগ রয়েছে।
তবে এই কার্যক্রম নিয়ে উল্টো অভিযোগ তুলেছে রাজ্যের কট্টরপন্থী সংগঠনগুলো। তাদের দাবি, কোনো বাংলাদেশি যেন এই তালিকায় না ঢুকে পড়ে। অথচ যুগ যুগ ধরে রাজ্যটিতে থাকা নাগরিকরা কী করে বাংলাদেশি হলেন, তা নিয়ে কোনো মন্তব্য করেননি কট্টর নেতারা।
এ বিষয়ে সর্ব আসাম ছাত্র ইউনিয়নের উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, আমরা ২৮টা সংগঠন মিলে এনআরসি কার্যক্রমে কড়া নজর রাখছি। সেখানে কোনো বাংলাদেশির নাম এলে এর পুরো দায়ভার রাজ্য সরকারকেই নিতে হবে। কমপক্ষে আড়াই হাজার কর্মকর্তা এনআরসি যাচাই-বাছাইয়ের সঙ্গে জড়িত। সুতরাং সেখানে কোনো ভুল হলে, তা আমরা মানবো না। অবৈধ বাংলাদেশিদের অবশ্যই আসাম ছাড়তে হবে। আগামী ৭ই ডিসেম্বর এ নিয়ে আমরা ফের বৈঠক করবো।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাবো, তিনি যেন তার দায়িত্ব ঠিকভাবে পালন করেন। এনআরসিতে ত্রুটি থাকলে দোষ কিন্তু তার ওপরই বর্তাবে।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া বাসিন্দারা নাম তোলার সুযোগ পাবেন। এরপর দাবিদারদের নোটিস ইস্যুর জন্য ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। নথি যাচাইয়ের তারিখ ধার্য করা হয়েছে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে আসামে নাগরিকত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যেই ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছেন, ফের ক্ষমতায় এলে ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের খুঁজে খুঁজে বিতাড়িত করা হবে।
সম্প্রতি রাজস্থানে বিধানসভার এক জনসভায় তিনি বলেন, এ বিষয়ে তার সরকার কোনো ছাড় দেবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদল কংগ্রেস থেকে তার দলই এগিয়ে। ফলে নরেন্দ্র মোদি আবারও জয়লাভ করবেন এবং সেসময় কেবল আসাম নয়, অন্য রাজ্যে থাকা অবৈধ বাংলাদেশিদেরও বিতাড়িত করা হবে।
কালের আলো/ওএম/এমএইচএ