সংঘবদ্ধ ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যায়, ৪ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিতঃ 1:50 pm | October 18, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নারায়ণগঞ্জে ধর্ষণের পর কিশোরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একজনের যাবজ্জীবন ও একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।
মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান, রবিউল ইসলাম, শুক্কুর আলী ও আলী আকবর। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডলি বেগম ও খালাস পেয়েছেন নাসরিন বেগম। এদের মধ্যে রবিউল ইসলাম ও ডলি বেগম পলাতক।
বাদীপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম সুমন জানান, ২০০৫ সালের ২ মে ওই স্কুলছাত্রী লক্ষ্মীনগর গ্রামে স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এর পরদিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৪ মে লক্ষ্মীনগর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ প্রথমে ডলি বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন। তখন ডলি পুলিশকে জানান, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের নাম পরিচয় জানান তিনি। রবিউল ওই কিশোরীকে ডেকে নিয়ে অন্য আসামিদের সহায়তায় এ ঘটনা ঘটান। ১৭ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
কালের আলো/ডিএস/এমএম