পাবনায় আ.লীগের সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ 8:26 pm | December 03, 2018
কালের আলো প্রতিবেদক:
পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনার সদর উপজেলার ভাঁড়ারা এলাকায় এ সংঘর্ষ হয়।
সুলতান খাঁ ও আক্কাস পক্ষের মধ্যে ওই সংঘর্ষে নিহত দুজন হলেন, সুলতান খাঁর বাবা লস্কর খাঁ (৭০) ও একই পক্ষের মালেক শেখ (৪০)। তারা ভাউডাঙ্গা আওরঙ্গবাদের বাসিন্দা।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্তি পুলিশ সুপার (সদর) ইবনে মিজান কালের আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতানের পক্ষ এসব কর্মকাণ্ড করছে। সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।
কালের আলো/এমএইচএ