যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প
প্রকাশিতঃ 6:44 pm | November 26, 2022
কালের আলো ডেস্ক:
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২ সপ্তাহব্যাপী নেদারল্যান্ডস এর বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ঠোঁট কাটা, তালু কাটা ও পোঁড়া রোগীদের বিনামূল্যে সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিনামূল্যে সার্জারি ক্যাম্পে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন প্রায় ৫০০ ঠোঁট কাটা, তালুকাটা ও পোঁড়া রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার পাশাপাশি ২ শতাধিক রোগীকে প্লাস্টিক সার্জারীর জন্য তালিকাভুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম