নৌকায় ভোট চাইলেন অপু বিশ্বাস (ভিডিও)

প্রকাশিতঃ 5:00 pm | December 06, 2018

কালের আলো ডেস্ক:

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারপাশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। পিছিয়ে নেই দেশের চলচিত্র জগত। সেখানেও বইছে নির্বাচনী হাওয়া।

বুধবার রাতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেওয়া একটি ভিডিও বার্তা তারই জানান দিলো। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মাকায় ভোট চেয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দিবেন তো?’

ভিডিও দেখুন-

কালের আলো/এসএম/এমএইচএ